| বঙ্গাব্দ

নাসির-তামিমা নিজেকে নির্দোষ দাবি করলেন আদালতে

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 14-07-2025 ইং
  • 561677 বার পঠিত
নাসির-তামিমা নিজেকে নির্দোষ দাবি করলেন আদালতে
ছবির ক্যাপশন: নাসির-তামিমা

অন্যের স্ত্রীকে বিয়ে: আত্মপক্ষ সমর্থনে নির্দোষ দাবি নাসির ও তামিমার

ঢাকা | ১৪ জুলাই ২০২৫ | নিজস্ব প্রতিবেদক

ক্রিকেটার নাসির হোসেন এবং তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মী আজ আদালতে আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেছেন। তাঁরা বিচারকের কাছে ন্যায়বিচার চেয়েছেন

সোমবার (১৪ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই মামলার শুনানি নেন। মামলার ধার্য তারিখ অনুযায়ী আজ আত্মপক্ষ সমর্থনের জন্য হাজিরা দেন নাসির ও তামিমা। এ সময় মামলার বাদী রাকিব হাসানও আদালতে উপস্থিত ছিলেন।

কী বললেন বিচারক?

আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য পড়ে শোনানোর পর নাসির ও তামিমাকে প্রশ্ন করেন,
“আপনারা দোষী, না নির্দোষ?”
উত্তরে তাঁরা বলেন, “আমরা নির্দোষ, ন্যায়বিচার চাই।”

এরপর বিচারক জানতে চান, তাঁরা সাফাই সাক্ষ্য দেবেন কি না। আসামিপক্ষের আইনজীবী জানান, তাঁরা লিখিত ব্যাখ্যা দাখিল করবেন এবং নিজেরা সাক্ষ্য দেবেন। এ ছাড়া বাহিরের সাফাই সাক্ষীও উপস্থাপন করবেন। আদালত এরপর আগামী ১১ আগস্ট সাফাই সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন।

মামলার পটভূমি

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী রাকিব হাসান এই মামলা করেন। অভিযোগে বলা হয়, তামিমা তাঁর সঙ্গে বৈধ বৈবাহিক সম্পর্ক থাকার পরও নাসিরকে বিয়ে করেছেন, যা ইসলামী শরিয়াহ ও আইনের পরিপন্থী।

  • ২০২২ সালের ২৪ জানুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

  • মামলার অপর আসামি তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়।

  • এই আদেশের বিরুদ্ধে বাদীপক্ষ রিভিশন করলে ২৮ ফেব্রুয়ারি আদালত রিভিশন খারিজ করে দেন এবং সুমি আক্তারের অব্যাহতি বহাল রাখেন।

  • বিচার চলাকালীন মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত

    প্রতিবেদকBDS Bulbul Ahmed
    আরও খবর জানতে ভিজিট করুনবাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency